আব্দুল জাহির মিয়া : বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম আহম্মাদাবাদ ইউনিয়ন কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। দিনের প্রতিকুল অবস্থা উপেক্ষা করে নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকী পালন হয়েছে। এতে উপস্থিত ছিলেন পীরে মিলাদুন্নবী উদযাপন কামেল হযরত মাওলানা আব্দল কদ্দুছ আমরোডি( রাঃ) সুযোগ্য সন্তান হযরত মাওলানা আব্দুল হালিম (হারুন) সাহেব, এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব শাহ আহম্মদ আলী মাষ্টার সাহেব, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, বাংলাদেশ আনঞ্জুমানে আল ইসলাহ চুনারুঘাট শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উবাহাটা দরবারের পীর ছাহেব মাওলানা আফরোজ মিয়া সাহেব, মাওলানা তাজুল ইসলাম,কারী আব্দুল বাছির, মাওলানা লুৎফুর রহমান নেছারি, মাওলানা সুফি আহম্মদ নেছারি,মাওলা মীর মোসলে উদ্দিন,কারী বদরুল হক,হাফেজ জিয়াউর রহমান, মাওলানা কাজী সামসুল হক,মাওলানা ওবায়েদুল হক কুদরুতী, হাফেজ আমিমুল ইহসান তাসিন হফেজ কারী মন্না,হাফেজ জাবের, এছাড়া উপস্তিত ছিলেন মফিজ উদ্দীন মদ্রাসার শিক্ষক মাওলানা খিজির আহম্মদ সাহেব,মাওলানা রুহুল আমিন,মাষ্টার রাজু আহম্মেদ,হাফেজ আব্দুল মতিন,হাফেজ জুনায়েদ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান, রানীগাঁও মাদ্রাসার হাফেজ এনামুল হক, ফাদ্রাইল হাফিজিয়া মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীগণ। হাফেজ আব্দুস সামাদ, হাফেজ জুবায়ের, তালামীযের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply