শেখ মোঃ হারুনুর রশিদ।।চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মুহুরীছড়ায় আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের দ্বায়ে উপজেলা প্রশাসনের অভিযানে ৪ টি ড্রেজার মেশিন পুড়ানোসহ ১০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ১৫ হাজার টাকা।মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা এ অভিযান পরিচালনা করেন।তিনি জানান,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আইনলংঘন করে যান্ত্রিকভাবে বালু উত্তোলন করায় মেশিনগুলো ধ্বংস করা হয়েছে। এসময় বালু ইজারাদারকে উপস্থিত না পাওয়ায় তাকে ২৪ ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়। অন্যথায় ছড়া এলাকার আশেপাশের পরিবেশ নষ্ট করা সহ মালিকানা কৃষিভূমির ক্ষতিসাধন এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে বালু উত্তোলন করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ইজারা বাতিলের সুপারিশ করা হবে বলে জানান ইওএনও।তিনি আরও বলেন,উপজেলার কোথাও অবৈধ এবং আইন লংঘন করে কখনও কোন বালু খেকোদের বালু উত্তোলন করতে দেওয়া হবেনা।এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply