স্টাফ রিপোটারঃ চুনারুঘাটের সাতছড়ি উদ্যান এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিথুন (২৭) কে গ্রেফতার ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। র্যাব-১৪, ভৈরব ক্যাম্প এর সূত্রে জানা গেছে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট উপজেলাসহ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল সোয়া ৫ টার দিকে চুনারুঘাট থানাধীন সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন মসজিদ মার্কেটের মোস্তাফা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিথুন তাতী (২৭) কে আটক করা হয়। সে সাতছড়ি গ্রামের মাধায় তাতীএরন পুত্র। এ সময় তার নিকট থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply