মোজাম্মেল হক চুনারুঘাট ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার গোছাপাড়া শাহ শামছুদ্দিন আখঞ্জী একাডেমীতে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে -সভাপতি পদে মোঃ এমরান হোসেন স্বপন সাই (মোমবাতি) ৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক মিয়া (চেয়ার) মার্কায় ৪৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে- মোঃ আজিজুল হক নাসির (দোয়াত কলম) মার্কায়ন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ (গোলাপ ফুল) ৪১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে- মাখন মিয়া (আম) ৫৩ ভোট, সফিকুল ইসলাম, (ফুটবল) ৫০ ভোট, প্রচার সম্পাদক পদে- সফিক মিয়া (মাছ) ৬৭ ভোট, মজলিস মিয়া (দোয়েল পাখি) ৩৬ ভোট, কোষাধ্যক্ষ – সুমন আলী মীর (হাতপাখা) ৬৮ ভোট, আঃ আওয়াল (প্রজাপতি) ৩৫ ভোট পান। এতে এলাকার জনসাধারণ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গ্রামবাসী এ নির্বাচন সম্পন্ন করেন।
Leave a Reply