ওয়াহেদ আলী ॥ উত্তর গোগাউড়া গ্রামের মৃত আছিম উল্লার ছেলে প্রবীন মুরব্বী মুনছব উল্লা (১৩০) সোমবার রাত ১.৩০ মি. নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ জোহর গোগাউড়া দিঘীর পাড়ে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, কাউছার উল গণি, ৬নং সদর ই/পি চেয়ারম্যান কাউছার বাহার, আরজু মাস্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৃত্যকালে তিনি ১ ছেলে ৪ মেয়ে নাতী নাতনী ও অসংখ্য গুনিগ্রাহক রেখে যান। তার মৃত্যুতে গোগাউড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply