নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়আব্দা তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষে সংঘর্ষে অন্তত: ৫জন আহত হয়েছেন। (১১অক্টোবর) শুক্রবার বাদ জুমাআ নামাজের পড় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন তাহির মিয়া(৪০) জয়নাল মিয়া(৩০) সাজিদ মিয়া(৩০), জামাল(২৫) বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতর ভাই জাহির মিয়া জানান, গত বৃস্পতিবার নজীর মিয়ার ছেলে বুলবুলের রহস্যজনক এলাকায় চলা ফেরার বিষয় নিয়ে শাস্বন করে বিচার দেন। এঘটনার জের ধরে গতকাল জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জবরু মিয়ার ছেলে শামীম, বুলবুল,সেলিম গংরা তুচ্ছ ঘটনার জের ধরে অতর্কিত দেশীয় রামদা দিয়ে কুপিয়ে রক্তাত জখম করে। এসময় উভয় দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক মসজিদের লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন।এঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে
Leave a Reply