আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের লাটির আঘাতে বড়ভাই নিহত হওয়ারঅভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার চৌমুহনীইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবুল ফজল আবদাল মিয়া ওকামাল মিয়ার মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধচলে আসছিল। ওই বিরোধের জের ধরে আজ দুপুর আড়াইটার দিকেআবদাল মিয়া(৫০) চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেল যোগেবাড়ীতে ঢুকার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা ছোটভাই কামালমিয়া(৩৮) লাটি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতআবদালকে স্বজনরা মাধবপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরতডাঃ ফারহানা মাইমুনা তাকে মৃত ঘোষনা করে। মৃত দেহেউল্লেখযোগ্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জরুরী বিভাগেদ্বায়িত্বরত ডাক্তার জানিয়েছেন। খরব পেয়ে মাধবপুর চুনারুঘাটসার্কেলের সিনিয়র এএসপি মোঃ নাজিম উদ্দিন, ওসি(তদন্ত) গোলামদস্তগীর একদল পুলিশ নিয়ে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানচালায়। ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান-এখন পর্যন্ত কেউ লিখিতঅভিযোগ দেয়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গেপ্রেরন করা হয়েছে। পোস্ট মর্টেম রির্পোট পাওয়া গেলে মৃত্যুরসঠিক কারন জানা যাবে।
Leave a Reply