নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট গাজিপুর ইউনিয়নের বাসুল্লা জমি-জমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় আম্বিয়া বেগম (৫০)নামের এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়েছেন। তিনি বাসুল্লা গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী। (১৬সেপ্টেম্বর)সোমবার দুপুরে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আম্বিয়া জানান। একই গ্রামের জাহাঙ্গীর, তাহির মিয়া গংদের সাথে ইউনুছ মিয়ার পারিবারিক ও জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এর সুত্র ধরে গংরা অসুস্থ ইউনুছ মিয়ার জমি জোরপূর্বক দখল করতে নামে জাহাঙ্গীরের দলবল, তখন আম্বিয়া খাতুন তাদের বাধাদিলে উল্লেখিত লোকজন বৃদ্ধা আম্বিয়াকে এলোপাতাড়ী মারপিট করে মারাত্মক জখম করে । খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আহত আম্বিয়ার স্বজন জানান ইউনুছ মিয়া অসুস্থ অবস্থায় বিচানায় দীর্ঘদিন তাদের পুরুষ কেহ বাড়িতে নেই তারা বাহিরে কর্মে থাকেন এসুযোগে জাহাঙ্গীর তাহির গংরা তাদের উপর জুলুম অত্যাচার করে আসছে। এনিয়ে আদালতে তাদের মামলাও রয়েছে। তারা দাঙ্গাবাজ সমাজের বিচার আচার মানেনা আইন অমান্যকারী। তাদের অত্যাচারে অতিষ্ঠ তাদের পরিবার। আমরা এর সঠিক বিচার চাই।
Leave a Reply