চুনারুঘাটের প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মুসলিম উদ্দিন এর ১৩ তম মৃত্যু বার্ষিকি আজ শুক্রবার । আলহাজ্ব মুসলিম উদ্দিন ১৯২৯ খ্রিস্টাব্দে পৌর শহরের বড়াইল গ্রামে জন্ম গ্রহন করেন।তার পিতা মরহুম হাজী ইয়াছিন উল্লা এলাকার একজন ন্যায় বিচারক ও ধর্ম পরায়ন ব্যক্তি ছিলেন। ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন।১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি মেম্বারদের প্রত্যক্ষ ভোটে চুনারুঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৭৯ ইং সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে র্স্বণ পদক লাভ করেন।চুনারুঘাট হাসপাতাল তাঁরই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।তিনি হাসপাতাল নির্মাণে জমি দান করেন।তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং হবিগঞ্জ জেলা শিক্ষা কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।চুনারুঘাট সাহিত্য নিকেতন, চুনারুঘাট ঈদগাহ, মসজিদ ও শ্মশান কমিটির সভাপতি ছিলেন।তিনি হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। চুনারুঘাট শহরকে রক্ষা করতে ১৯৭৭-৭৮ইং সালে চুনারুঘাট নতুন খোয়াই খনন করা সহ আছে তাঁর অসংখ্য অবদান।উল্লেখ্য,আলহাজ্ব মুসলিম উদ্দিন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু এবং বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন এর পিতা।
Leave a Reply