আজিজুল ইসলাম সজীব।। হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ রতন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার বড়ধুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ রতনকে আটক করা হয়।
সে উপজেলার মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ূ মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে ওইদিন ভোর রাতে হরেষপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিবুলসহ একদল পুলিশ নিয়ে ইটাখোলা বড়ধুলিয়া এলাকায় তাকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ রতনের কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা উদ্ধার করে। ধৃত রতনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
তিনি আরো জানান, রতন মাদক সম্রাট তার বিরুদ্ধে সিলেটবিভাগে অর্ধশত মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মাদক পাচারকারীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply