বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪০০ বার পঠিত
নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে ভেজাল  খাদ্য তৈরীর অভিযোগে বেকারী, মিষ্টির দোকান ও মুদি দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে মঙ্গলবার বিকালে  এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স ম  আজহারুল ইসলাম। জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করনের অংশ  হিসেবে ভোক্তা অধিকার আইন ও পবিত্র রমজান মাসে ভোক্তাদের বিড়ম্বনা এড়াতে পৌরশহরে সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, শ্রীদূর্গা মিষ্টান্ন ভান্ডার, জননী ভান্ডার সহ দুইটি মুদি দোকানের প্রত্যেককে নোংরা ও মেয়াদ উত্তীর্ণ   অসাস্থ্য খাদ্য দ্রব্য তৈরীর দায়ে  ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিটি খাদ্যদ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান কে পঁচা ও মেয়াদ উত্তির্ণ পণ্য অপসারনের নির্দেশ দেন। ক্রেতাদের ভোগান্তি কমাতে দোকানের প্রতিটি পণ্যের মূল্য তালিকা, প্রতিটি পণ্যের ক্রয় মূল্যের ক্যাশ মেমো ও ক্রয় মূল্যের নির্দিষ্ট হারের বেশি মূল্যে বিক্রয় না করার জন্য অবগতি করা হয়েছে। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স মম আজহারুল ইসলাম  জানান,  রমজান উপলক্ষে মাস ব্যাপী উপজেলার ছোট বড় বিভিন্ন হাটবাজারে আমাদের নজরদারী থাকবে। আমাদের মনিটরিং  টিম বাজারের খোঁজখবর রেখে প্রশাসন কে অবগত করবেন। এবং কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরোও জানান, সাধারন মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে এ অভিযান  অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com