আজিজুল হক নাসীর ঃ- পবিত্র রমজান মাসে ভোক্তাদের বিড়ম্বনা এড়াতে চুনারুঘাট বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুম) স ম আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে তারা বাজারের বেশ কয়েকটি ফলের দোকানের পঁচা ফল ফেলে দেন। এবং প্রতিটি খাদ্যদ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠানকে পঁচা ও মেয়াদ উত্তির্ণ পণ্য অপসারনের নির্দেশ দেন। ক্রেতাদের ভোগান্তি কমাতে দোকানের প্রতিটি পণ্যের মূল্য তালিকা টাঙ্গাতে বলেন। প্রতিটি পণ্যের ক্রয় মূল্যের ক্যাশ মেমো সংগ্রহে রাখতে বলেন। ক্রয় মূল্যের নির্দিষ্ট হারের বেশি মূল্যে বিক্রয় থেকে বিরত থাকতে বলেন। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স ম আজহারুল ইসলাম জানান, পুরো রমজান মাস ব্যাপী চুনারুঘাট উপজেলার বাজার গুলোতে পুরো নজরদারী থাকবে চুনারুঘাট উপজেলা প্রশাসনের। তারা প্রতিনিধি প্রতিদিন বাজারের আপডেট সংগ্রহ করে প্রশাসনকে অবগত করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা তাঁর নেতৃত্বে প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply