নুর উদ্দিন সুমন ।। হবিগঞ্জ পুলিশ সদস্যরা যাতে খুব সহজেই প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারে এই লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দুই দিন মেয়াদী প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যগণ অংশগ্রহণ করেন। ২৪ এপ্রিল বুধবার উক্ত কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। এসময় দুর্গম এলাকার থানা, ফাঁড়ি, পুলিশ তদন্ত কেন্দ্রে যাতে পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে FRIST AID BOX বিতরণ করা হয়। উক্ত FRIST AID BOX এর ভিতরে প্রেসার মাপার যন্ত্র, থার্মোমিটার, ডায়াবেটিস মেশিন, সেভলন ক্রীম, কটন/তুলা, ডেটল লিকুইড, রোল ব্যান্ডেজ, ওজন মাপার যন্ত্র সহ নাপা, সেকলো, এমোডিস, খাবার স্যালাইন ইত্যাদি সহ প্রাথমিক চিকিৎসা সেবার জন্য চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।
Leave a Reply