স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় একটি তেলবাহী লরি জব্দ করা হয়। জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ১২০ বস্তা জিরা (ওজন আনুমানিক ৩,৬০০ কেজি) বহনকারী একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি আটক করা হয়। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জিরা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবি পুলিশ জানায়, হবিগঞ্জে মাদক ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply