স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের সাজন মিয়ার ছেলে নাজমুল হোসেনের কাতার ফ্লাইট আজ রোববার। তাই তিনি গতকাল বিকেল ৪ টায় সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবস্থান করছিলেন। হঠাৎ তার কাছে গিয়ে ট্রেনের টিকেট দেখতে চান একদল র্যাব। এ সময় ট্রেনের টিকেটটি তার নিজের নামে কেনা কি-না? জানতে চান র্যাবের সদস্যরা। নাজমুলের উত্তর না। তিনি জানান, একজনের মাধ্যমে টিকেটটি সংগ্রহ করেছেন। যে কারনে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫শ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার টিকেটটি বাজেয়াপ্ত করে ট্রেন যাত্রায় একটি সিটবিহীন টিকেট ধরিয়ে প্রশাসন। শুধু নাজমুল ইসলাম নয়, অবৈধভাবে টিকেট কেনায় আরও ৬ যাত্রীকে জরিমানা করে রেল কর্র্তৃপক্ষ ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন। তারা হলেন, জুয়েল মিয়া, সেন্টু মিয়া, রাহুল রায়, প্রাণেশ দেব, তানভীর আহমেদ ও রিপন আহমেদ ওরফে সাকিব। তাদেরকে প্রত্যেকে ২২শ ৫০ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্তÍ রেলের টিকিট কালোবাজারে বিক্রি রোধে শায়েস্তাগঞ্জ জংশনে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর আগে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দুপুর থেকে যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশনে আসেন। বিকেল সোয়া ৪টার দিকে ট্রেনটি পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত টিকিট যাচাই করেন। এ সময় দেখা যায়, যাত্রীদের টিকিট তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কেনা হয়নি; পরে তারা স্বীকার করেন, টিকিটগুলো কালোবাজার থেকে সংগ্রহ করেছেন। এ সময় তাদেরকে জরিমানা করে নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকেট ক্রয় করতে সতর্ক করে দেয়া হয়। রেলওয়ের শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার লিটন চন্দ্র দে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টিকিট কালোবাজারি বন্ধে এমন অভিযান চলমান থাকবে’।
র্যাব-৯ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম জানান, জনসচেতনতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকেট ক্রয় না করেন তাই তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। কালোবাজারে টিকেট বিক্রি বন্ধ করতে র্যাব কাজ করবে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা পল্লব হোস দাস বলেন, ‘কালোবাজার টিকেট বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকেট না কিনে সেজন্য তাদেরকে জরিমানা করা হয়েছে। সচেতনতা সৃষ্টিতে অভিযান অব্যাহত থাকবে’।
Leave a Reply