বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি চুনারুঘাট চা বাগানের উন্নয়ন ও শ্রমিদের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট ॥ ৬ মাদকসেবী গ্রেফতার হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ মহাসড়কে ডিবি পুলিশের অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজন আটক হাসপাতালের ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ শায়েস্তাগঞ্জে কালোবাজারে রেলের টিকেট বিক্রি রোধে র‌্যাবের অভিযান

ঐতিহ্যের ধারক, গৌরবের প্রতীক: সাংবাদিক সালেহ উদ্দিনের নতুন অর্জন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী সন্তান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একই সঙ্গে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এনটিসি চা বাগান–এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ অর্জনে শুধু চুনারুঘাট নয়, পুরো হবিগঞ্জবাসীর মধ্যে বইছে আনন্দের ঢেউ। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে কাজ করছেন সালেহ উদ্দিন। টেলিভিশনের টকশো কিংবা সংবাদপত্রে তাঁর বিশ্লেষণ পাঠক-দর্শকের কাছে বিশেষ আগ্রহের বিষয়। সাংবাদিকতার সততা ও দৃঢ়তায় তিনি ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন। এবার একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ হয়েছে। ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি: সালেহ উদ্দিনের পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর ঈদগাহ, হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান। মুসলিম উদ্দিনের সন্তানরাও বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন সাফল্যের স্বাক্ষর:
মো. নাজিম উদ্দিন সামছু : দুইবারের পৌর মেয়র ও সমাজ সেবায় রয়েছে অবদান । সালেহ উদ্দিন : নির্বাহী সম্পাদক, দৈনিক ইত্তেফাক; এখন একসঙ্গে পিকেএসএফ ও এনটিসি’র পরিচালক। গিয়াস উদ্দিন: বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা”-এর নীতিনির্ধারক। আলাউদ্দিন : সামাজিক নেতৃত্বে ন্যায়পরায়ণতার জন্য খ্যাত নাসির উদ্দিন: মুসলিম প্লাজা, মুসলিম হল কমিউনিটি সেন্টার ও CCTN–এর পরিচালক, আইনপেশায় যুক্ত। চুনারুঘাটবাসীর কাছে সালেহ উদ্দিন শুধু একজন সাংবাদিক নন, তিনি এলাকার গর্ব ও অনুপ্রেরণা। চুনারুঘাট পৌরসভার প্রবীণ নাগরিক মো. আব্দুল হামিদ বলেন, সালেহ উদ্দিনের এই অর্জন পুরো এলাকার জন্য গৌরবের। তিনি হবিগঞ্জের নাম উজ্জ্বল করেছেন।
স্থানীয় তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান বলেন, “আমরা টেলিভিশনে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। এবার তাঁর নতুন দায়িত্ব আমাদের আরও সাহস জোগাবে। চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম বলেন, সালেহ উদ্দিন শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক নন, তিনি চুনারুঘাট সাংবাদিকতারও উজ্জ্বল নক্ষত্র। মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের রেখে যাওয়া উন্নয়নধারা ও অবদান আজ তাঁর সন্তানদের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। সালেহ উদ্দিনের নতুন দায়িত্ব সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, আমাদের বাবা যে সততা, উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন—সেই আদর্শের প্রতিফলন এখন আমাদের পরিবারের সন্তানদের মাঝে দেখা যাচ্ছে। আমার ভাই সালেহ উদ্দিন দেশের অন্যতম সেরা পত্রিকা ইত্তেফাকে গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের জন্য কাজ করছেন। এবার তাঁর নতুন দুটি দায়িত্ব আমাদের পুরো পরিবার ও এলাকার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, তিনি দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবেন। সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি সবসময় চেষ্টা করেছি সততার সঙ্গে কাজ করতে। চুনারুঘাট ও হবিগঞ্জ আমার শেকড়- আমি যেখানে থাকি, সেখানেই এলাকার মর্যাদা রক্ষার চেষ্টা করি। পিকেএসএফ এবং এনটিসি’র মতো প্রতিষ্ঠান থেকে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনের পথ চলতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com