স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে এসআই কাউছার হোসেন ও এএসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শায়েস্তাগঞ্জ থানার ৭নং নুরপুর ইউনিয়নের মদনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রবেশমুখে অভিযান চালান। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে আটকরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিলাশের পাড়া গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের পুত্র তুহিন মিয়া (২৪) ও সাতগাঁও গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র মোঃ সাফি (২০)। পরবর্তীতে এ বিষয়ে এসআই কাউছার হোসেন বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply