বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৩ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি চুনারুঘাট চা বাগানের উন্নয়ন ও শ্রমিদের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট ॥ ৬ মাদকসেবী গ্রেফতার হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ মহাসড়কে ডিবি পুলিশের অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজন আটক হাসপাতালের ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ শায়েস্তাগঞ্জে কালোবাজারে রেলের টিকেট বিক্রি রোধে র‌্যাবের অভিযান

দুর্গোৎসবে সৈয়দ ফয়সলের ৭৩ পূজা মণ্ডপে আর্থিক অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের ডাক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট মুসলিম হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের কর্ণধার শিল্পিতি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন- আমি হয়তো আর বেশি সময় রাজনীতিতে পাব না, এটি আমার জীবনের শেষ সুযোগ। আপনারা যদি আমাকে সমর্থন দেন, তবে জীবনের শেষ সময়টুকু আমি চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নে উৎসর্গ করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার- এই বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণমানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্দেশনা দিয়ে আসছেন। দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি একটি সামাজিক উৎসব। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই মিলেমিশে অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, আজকের এই আর্থিক সহযোগিতা কোনো দয়া নয়, বরং একাত্মতা ও ভালোবাসার প্রতীক। তারেক রহমান সবসময় চান, সুখে-দুঃখে বিএনপি যেন মানুষের পাশে থাকে। আমি সেই নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র। পূজা কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল বলেন- দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। আমরা চাই সবাই মিলে আনন্দ করি, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি। বিএনপি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেটি সত্যিই প্রশংসনীয়। আজকের এই সহযোগিতা শুধু অর্থ নয়, এটি একটি রাজনৈতিক দলের মানবিক অবস্থানের প্রতিচ্ছবি। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন- আমাদের মণ্ডপগুলোতে অনুদান প্রদান ও উপস্থিত থেকে ফয়সল সাহেব যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, ভবিষ্যতেও রাজনীতির উর্ধ্বে উঠে এমন সহযোগিতা অব্যাহত থাকুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, রানিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেহ শফিকুর রহমান, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মো. শহিদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী জালাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্যই দলটি সবসময় কাজ করে আসছে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন এবং বিএনপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com