সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু বাংলাদেশের সেরা ৫০ আইনজীবীর তালিকায় হবিগঞ্জের কৃতি সন্তান মামুন চৌধুরী লস্করপুরে বালু বোঝাই ড্রাম ট্রাক থেকে বিপুল পরিমান মদের চালান জব্দ করল র‌্যাব চুনারুঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল ভারতীয় বিএসএফ চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু বাহুবলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক আহত মাধবপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার ভাঙারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার নবীগঞ্জে সেনাবাহিনীর হাতে ২৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রায়েছ আটক

এবার হবিগঞ্জ জেলা থেকে অংশ গ্রহণ করছেন ১১ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। এবার হবিগঞ্জ জেলা থেকে ১১ হাজার ৮৩৩ পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এর মধ্যে ছেলে ৪ হাজার ৫৩৪ ও মেয়ে ৭ হাজার ২৯৯ জন। এছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। গত বছরের তুলনায় এ বছর সিলেটে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪। গত বছর সিলেটে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। সিলেট শিক্ষাবোর্ড জানায়, এবছর বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ৮৮টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের তথ্যমতে, ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৯৮০জন, মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৭২৩জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা নকলমুক্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি কোন ধরণের সমস্যা ছাড়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সকল ধরণের তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রসম্পর্কিত সকল নির্দেশনাও কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে। এছাড়াও সকল নির্দেশনা আমরা আমাদের ওয়েব সাইটে দিয়েছি। সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com