স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একই দিনে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পরিবেশ হয়ে উঠেছে ভারী ও বিষন্ন। জানা গেছে, উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের উত্তর দেওরগাছ গ্রামের বাসিন্দা মরহুম মিয়াধন মিয়ার দুই ছেলে গতকাল শুক্রবার (২০ জুন) পৃথক সময়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বড় ছেলে মোহাম্মদ ফজলুর রহমান রাত ১টা ৩০ মিনিটে এবং ছোট ছেলে মোহাম্মদ শিবলু মিয়া সকাল ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, দুই ভাই-ই ছিলেন সামাজিক ও পরোপকারী মানুষ। এলাকার নানা কর্মকান্ডে তাঁদের সক্রিয় উপস্থিতি ছিল। তাঁদের মৃত্যুতে এলাকাবাসী বিস্মিত ও ব্যথিত। একই পরিবারের দুইজন প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন
Leave a Reply