সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ডিসি অফিসের রেকর্ড রুম থেকে দুই প্রতারক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার // হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে একটি জালিয়াতচক্র পর্চাসহ ডিসি অফিসের বিভিন্ন কাগজপত্র জাল করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তাদের খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। অভিযোগে আছে রেকর্ড রোম ও ডিসি অফিসের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় থেকেই তারা এমনটা করে যাচ্ছে। ইতোপূর্বেও এসব জাল পর্চা ও সিলসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট কতিপয় ব্যক্তিকে আটক করে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসব কার্যকলাপ চালিয়ে যায়। ৯টি উপজেলার মানুষ নামজারী, জায়গা রেজিস্ট্রারীসহ বিভিন্ন কাজ নিয়ে ডিসি অফিসে আসেন। আসার সাথে সাথেই এসব দালাল ও প্রতারকরা তাদের কৌশলে নিজেদের কাছে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে জাল পর্চা ও জাল সার্টিফিকের্ট সরবরাহ করে। ফলে মানুষজনকে নাজেহাল হতে হয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বানিয়াচং উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা মৃত সাবালাক মিয়া‘র ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও সদর উপজেলার বড়বহুলা গ্রামের বাসিন্দা মৃত মারফত উল্লাহ‘র ছেলে আব্দুল কুদ্দুস (৬২)। তাদের কাছ থেকে বিভিন্ন জাল পর্চা ও সিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মামলা করেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, তাদের রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com