স্টাফ রিপোর্টার // হবিগঞ্জবাসীর আতঙ্কের নাম খোয়াই নদী। নদীর পানির বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেই বেড়ে যায় আতঙ্ক। বিশেষ করে নদী পাড়ের বাসিন্দারা নির্ঘুম রাত কাটান। বাঁধ ভাঙ্গনের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে জেগে থাকেন সারারাত। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে এমন পরিস্থিতির শঙ্কায় ছিলেন এলাকাবাসী। তবে গতকাল সোমবার থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। ফলে কিছুটা স্বস্তি মিলেছে স্থানীয়দের মধ্যে। এদিকে, খোয়াই নদীর পানি কমলেও বাড়তে শুরু করেছে কালনী-কুশিয়ারা নদীর পানি। স্থানীয় পাহাড়পুর বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
হবিগঞ্জ পানি উন্নয়নের বোর্র্ডের তথ্যানুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যায় খোয়াই নদীর পানি অনেকটাই হ্রাস পেয়েছে। চুনারুঘাটের বাল্লা পয়েন্টে ১৮ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ২৬৮ সেন্টিমিটার ও হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া পয়েন্টে ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা ও কালনী কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৬ সেন্টিমিটার ও কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। গত ২৪ ঘন্টায় ৩৭ মিলি মিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়।
Leave a Reply