স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে বাড়ির পাশে খালের নিকট পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭) ও তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪)। তারা উভয়ই বরাব্দা গ্রামের আরজু মিয়ার সন্তান। গতকাল (৩১মে) শনিবার দুপুরে কোন এক সময় বাড়ির পাশে থাকা খালের নিকট পুকুরে পড়ে তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা। তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জোড়ো হতে থাকেন। বরাব্দা গ্রামের সজল খাঁন জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌঁড়ে যাই। এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা। আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।
Leave a Reply