সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিজিবির ২৪ ঘন্টার পৃথক অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) দায়িত্বাধীন চুনারুঘাট ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল। ৫৫ বিজিবি’র সূত্রে জানা যায়, গতকাল ২৬ মার্চ চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল ও সাতছড়ি বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী হুগলিয়া, টিলাবাড়ী ও বটগাছতলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ টি পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা বহনকৃত মালামাল রেখে পলায়ন করে। এ সময় আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। বিজিবি’র প থেকে আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট এবং শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবে। দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রা করা এবং সীমান্ত সুরা নিশ্চিত করার ল্েয বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে না, বরং সমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ জাতীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী জনসাধারণকে আহ্বান করেন সীমান্তে কোনো চোরাচালান, মাদক সংক্রান্ত কিংবা অন্য যে কোন অপরাধমূলক কর্মকান্ডের তৎপরতা দেখলে তা দ্রুত বিজিবিকে জানাতে।” বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো সন্দেহজনক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হবিগঞ্জ ব্যাটালিয়নের প থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তায় অবদানের ল্েয এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com