স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা ইউসিসি লিঃ বিআরডির চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ রমিজ উদ্দিন। তিনি এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায়
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চুনারুঘাট উপজেলা ইউসিসি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল হোসেন তফসিল অনুযায়ী গত ২২ মে বৃহস্পতিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারন করেন। তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে অন্য কোন প্রার্থী নমিনেশন জমা না দেয়ায় ২২ মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মোঃ রমিজ উদ্দিন কে নির্বাচিত ঘোষণা করেন মোঃ ইসমাইল হোসেন। এবার নিয়ে রমিজ উদ্দিন টানা ২য় বার ও পূর্বে একবার সহ মোট তিনবার উপজেলা ইউসিসি লিঃ (বিআরডির) চেয়ারম্যান নির্বাচিত হন। মোঃ রমিজ উদ্দিন মিরাশি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক জেলা সমবায়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তার প্রিয়জনেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চেয়ারম্যান রমিজ উদ্দিন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
Leave a Reply