স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার গভীর রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, বিএসএফ তাঁদের নিজ সীমান্তে একত্র করে কাঁটাতারের গেট খুলে এই নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে ঠেলে দেয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ শিশু, ৮ নারী ও ৬ পুরুষ আছেন। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রামের বাসিন্দা। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি কালেঙ্গা ক্যাম্পের হাবিলদার জাকারিয়া। ঘটনার খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে যান হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক (এডি) হাবিবুর রহমান এবং চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। তাঁরা বলেন, গভীর রাতের যেকোনো সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এই ১৯ জন কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তাঁদের কেউ ১৮ বছর, আবার কেউ তারও বেশি সময় ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ইসমাইল হোসেন নামের একজন বলেন, ‘আমরা ভারতের হরিয়ানায় ১৮ বছর ধরে বসবাস করে আসছি। কাজ করতাম স্থানীয় ইটের ভাটায়। ২ দিন আগে হঠাৎ করে সিআইডি পুলিশ ধরে নিয়ে আসে এবং সীমান্তে বিএসএফের কাছে সোপর্দ করে।’এ বিষয়ে জানতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
Leave a Reply