স্টাফ রিপোর্টার // চারদিনব্যাপী পরিবেশভিত্তিক আন্তর্জাতিক কার্যক্রম গ্লোবাল লিডারশিপ সার্ভিস প্রজেক্ট অন এনভায়রনমেন্ট-২০২৫ (এখঝচঊ ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে থেকে ৩ মে পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি যৌথভাবে আয়োজন করে ট্র্যাক নেপাল, নেপালের যুব মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটি এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা।
এই আয়োজনে সাতটি দেশের ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন হবিগঞ্জের নূরজাহান বিভা। তাঁর সঙ্গে ছিলেন নাবিল সামিন, সুকান্ত এবং নাজমুল। সার্ভিস প্রজেক্ট সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেপালের শান্তি ও পুনর্গঠনমন্ত্রী এবং ধুলিখেল শহরের মেয়র এক নাথ ধাকাল। সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের কর্মসংস্থান ও পরিবহনমন্ত্রী প্রেম বক্ত মহারজন। তিনি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। চারদিনের এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা নেতৃত্বগুণ বিকাশ, সবুজ নগরী নির্মাণের ধারণা, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেন। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিটি দেশের অংশগ্রহণকারীরা তাদের দেশীয় সংস্কৃতি প্রদর্শন করেন।
Leave a Reply