শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন… ঘাতক ছোট ভাই জসিম আটক… চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদক’র অভিযান হবিগঞ্জে সুরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট প্রচার ॥ টিকটকার মুক্তা ও ইব্রাহিম এর বিরুদ্ধে মামলা চুনারুঘাটে জোরপূর্বক রাস্তা নিমার্ণের অভিযোগে আদালত ১৪৪ ধারা জারি বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান দেশে স্বৈরাচার মুক্ত পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে- প্রধান উপদেষ্টার বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ পহেলা বৈশাখ চুনারুঘাটের প্রতারণা মামলার আসামী সিলেটে গ্রেফতার চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ খরায় চা বাগান উৎপাদনে ধ্বস

হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন আহমদ চৌধুরী ইকবাল। গত ১৫ জানুয়ারী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যগণ। কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছুসংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে (পিআরএল) গমন করায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক উক্ত পদসমূহ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (অ্যাডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং মহাসচিব পদে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ.ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মিজ কানিজ মওলা নির্বাচিত হয়েছেন। সদস্য ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন; মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়; মো. ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে); মো. আবদুল মালেক, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে); কে. এম. আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়; মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. মনিরুত্থামান মিঞা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ অন্যতম।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com