স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা ক্যাম্পাস থেকে চটের ব্যাগে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর সার্কেল অফিস ও সীমানা দেয়ালের মাঝে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা। পরে পুলিশ কর্মকর্তারা চটের ব্যাগটি খুলে তার ভেতর একটি শর্টগান দেখতে পান। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, শর্টগানটি পরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া নাকি অবৈধ কোন অস্ত্র। বিষয়টি জেনে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply