মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে অর্ধশতাধিক স্থানে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

দেশ আজ স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত হতে যাচ্ছে-জেলা প্রশাসক ইশরাত জাহান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪২৮ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তির উৎসব মেলা শেষ হয়েছে । বুধবার (২৩মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মৎস অফিসার মোহাম্মদ আসাদ উল্লা, প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক, ডাঃ আসিফ আবেদিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাশেদুল আলম, তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ সুলাইমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত হতে যাচ্ছে। তাই আমাদের দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে হলে আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় অতিথির মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সভারপূর্বে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ২৩টি ষ্টল পরিদর্শন করেন। বিভিন্ন দফতর কর্তৃক স্থাপিত ২৩টি স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় পল্লী বিদ্যুত সমিতি, তৃতীয় কৃষি অফিস।

পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১৭ই মার্চ ৭ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com