নুর উদ্দিন সুমন : সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির পণ্য পৌঁছে দেয়ার অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে । রবিবার (২০ মার্চ) সাড়ে ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান স্বল্প আয়ের জনগণের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে রমজান মাসে যাহাতে জনসাধারণের কষ্ট না হয়, সে লক্ষে চুনারুঘাট উপজেলায় স্বল্প আয়ের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান আছে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে পৌছে দেয়া হবে। এছাড়াও প্রতিটি কার্ডধারী ব্যক্তি যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে চেয়ারম্যান মেম্বারদের কঠোর হুশিয়ারী দেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) প্লাবন পাল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, অফিসার ইনচার্জ ওসি মো: আলী আশরাফ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন সহ সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যগণ উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের জনগণের মাঝে টিসিবির পণ্য চুনারুঘাট উপজেলায় ১৫ হাজার ১৮৪ টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মধ্যে বিলি করা হবে। রানীগাঁও ইউনিয়ন থেকে এ কার্যাক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। এ ইউনিয়নে ১ হাজার ১৮৮ ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি প্যাকেটে থাকছে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল। প্রতি প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। উপজেলায় মোট ১৫১৮৪ টি পরিবার ২ বার করে এ পণ্য পাবেন।
Leave a Reply