নুর উদ্দিন সুমন : নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। এদিন বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে
এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণে
কেক কাটা হয় এবং শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সেখানেই বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর ও গৌরবময় কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সহ- সভাপতি সৈয়দ মোদাব্বির, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, পিআইও প্লাবন পাল, সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা মো: জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মায়িদুল ইসলাম, টিএইচও ডা: মোজাম্মেল হোসেন, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, বর্তমান সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর আলম,
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিচক্ষণ নেতৃত্বের অধিকারী এবং নিপীড়িত মানুষের নেতা। তিনি স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশের অর্থনীতির ভিত্তি তৈরি করে দিয়েছেন।
তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মাঝে চমৎকার প্রতিভা লুকিয়ে আছে। এই প্রতিভাকে কাজে লাগাতে পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শিশুদের সঠিক ইতিহাস জানাতে হবে। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিশু-কিশোরদের উদ্দেশে জাতির পিতার শৈশব জীবনের নানা ঘটনাপ্রবাহ বর্ণনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ,ও কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোরশেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, কৃষি কর্মকর্তা মায়িদুল ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আবুল কালাম, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন সহ আরো অনেকেই।
Leave a Reply