হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জ পৌরসভার অনন্ত পুর এলাকার বীর মুক্তিযুদ্ধা ইসমাইল মিয়া (৭৫)। আজ সকাল সাড়ে ১১ টার সময় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেছেন। মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হলে। আত্মীয় – স্বজন ও লোকজন দেখতে এসে শোকে ভেঙে পড়েন।
বাদ আসর হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বর্ণালীপালের উপস্থিতিতে, সদর মু্ক্িতযুদ্ধা কমান্ডার আব্দুস সহিদ, মুক্তিযুদ্ধা ও হবিগঞ্জে জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী মিয়া মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশ পুলিশের একটি দল মুক্তিযুদ্ধা ইসমাইল মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা অনার অব সেলুট প্রদান করা হয়েছে। তিনি দু পুত্র ও এক কন্যা সন্তান ও অসংখ্য গুণীজন রেখে গেছেন। মাগরিবের নামাজ শেষে অনন্ত পুর জামে মসজিদ কবর স্হানে জানাজা নাম শেষে দাপন করা হয়েছে। ইসমাইল মিয়ার ছিল না নিজস্ব কোন মাথা গোঁজার ঠাঁই। পরার বাড়িতে বাড়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সদর উপজেলা কমান্ডার আব্দুস সহিদ কষ্টের সাথে তার বক্তব্যে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালীপাল, বলেন রাষ্ট্রীয় যে সুযোগ -সুবিধা তারা পাবেন। এর পরেও যদি উনার পরিবারের লোকজনকে আমাদের কাছে আসেন। আমরা সরকারীভাবে যা সুযোগ আছে করবো।
Leave a Reply