দিলোয়ার হোসাইন , বানিয়াচং থেকে:: বাংলাদেশের যে কোন দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসনা আপনাদের পাশে আছেন,থাকবেন। করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দূর্যোগ শুরু হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দিয়েছেন জনগনের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দিচ্ছেন। বর্তমানে করোনা দূর্যোগের পাশাপাশি দেশ বন্যাক্রান্ত হয়ে পড়ছে প্রধানমন্ত্রী সাহায্য সহায়তার হাত আরও বেশি প্রসারিত করছেন। আমরা জনপ্রতিনিধি ও প্রশাসন প্রধানমন্ত্রীর সাহায্য সহায়তা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারনেই এটা সম্ভব হচ্ছে।
আজ ২৮ জুলাই মঙ্গলবার বানিয়াচং উপজেলার ৫ নং দৌলতপুর ও ৬ নং কাগাপাশা ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রান সহায়তা বিতরনকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি বিলের সিদ্ধান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ,ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান,এরশাদ আলী ,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামহমুদুল হোসেন খান মামুন প্রমূখ।
বন্যার্থ ৪শত ৫০টি পরিবারের মাঝে ত্রান রন্টন করা হয়েছে। ত্রান বন্টন করা হয়েছে কাগাপাশা মাধ্যমিক বিদ্যালয়,বগী প্রাথমিক বিদ্যালয়,চকবাজার,মাকালকান্দি,হারুনী, কড়চা ও আড়িয়ামুগুর গ্রামে।
Leave a Reply