শেখ জাহান রনি, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর বাজারে কোভিড ১৯ করোনার সংক্রমনের স্বাস্হ্য বিধি সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে ভ্রামমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
বুধবার ১৭ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার, বাস স্টেশন, উপজেলা প্রাঙ্গণ, সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা এবং ম্যাস্ক ব্যবহার না করায় ১২ ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের সবাইকে জনপ্রতি ৫০০ টাকা করে জরিমানা করা হয়।পরে তাদের সবাইকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
Leave a Reply