স্টাফ রিপোর্টারঃ চুনারঘাটের গুইল সীমান্ত ফাঁড়ির বিজিবির হাতে ২৫ কেজি গাঁজাসহ আটক হয়েছেন উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের মুক্তিযোদ্ধা আজীম উদ্দীন এর ছেলে মাদক ব্যবসায়ী রাজু মিয়ার স্ত্রী আছিয়া খাতুন। আটক আছিয়ার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫ বিজিবি) গুইবিল ভিওপি জোয়ানরা আছিয়া খাতুন’কে (৪৫) তার স্বামীর বাড়ি থেকে আটক করা হয়। গুইবীল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ বোরহান উদ্দীনকে ফোন করা হলে তিনি বলেন-আছিয়া খাতুন মুক্তিযোদ্ধা আজিম উদ্দীনের পুত্র রাজু মিয়ার স্ত্রী। তার ছোট দেবর মোঃ সোহেল মিয়া একজন পুলিশ সদস্য এবং তার বড় ছেলে মোঃ কাউছার মিয়া একজন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বলে আমারা বিশ্বাস করতে পারি নাই যে তাদের পরিবার এ কাজ করতে পারে। তারপরও আমরা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বিস্তারিত জেনে টহল কমান্ডার আবুল হোসেন সহ ৪ জন জোয়ানকে এ অভিযানে পাঠালে তাকে ২৫ কেজি গাঁজার ২ টি বস্তাসহ আছিয়াকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তাছাড়া উক্ত সীমান্তবর্তী এলাকায় মাদককে জিরো টলারেন্সে আনতে চেষ্টা করে যাচ্ছে বিজিবি। গ্রেফতারকৃত আছিয়া খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দ্রুত চুনারুঘাট থানায় প্রেরণ করা প্রস্তুতি চলছে।
এলাকাসূত্রে জানাযায় এই পরিবারের লোকজন মুক্তিযুদ্ধার প্রভাব কাটিয়ে এ ব্যবসা দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুরব্বীদকে ফোন করলে তিনি বলেন অত্র এলাকার সাদ্দাম বাজারের প্রতিষ্ঠাতা মরহুম এবি নুর সাদ্দাম ২০০৮ ইং সনে ইন্তেকালের পর হতে অত্র এলাকায় মাদক ও জোয়া ব্যপক হারে বৃদ্ধি পায়। যা এলাকার মাদক সম্রাটদের ভয়ে কেহ প্রতিবাদ করতে সাহস পায়না। তাই আমরা চাই বিজিবির পাশাপাশি পুলিশ প্রশাসনও যেন চুনারুঘাটের দক্ষিণের গুইবীল সীমান্তবর্তী এলাকায় সুদৃষ্টি প্রদান করে সকল মাদক সম্রাটদের দ্রুত গ্রেফতার করে এলাকার সাধারণ মানুষের মাঝে আশার আলো দান করেন।
Leave a Reply