শেখ জাহান রনি : হবিগঞ্জের মাধবপুরে তিনশত পিস ইয়াবা সহ মাদক সম্রাট সাবু ও তার দুই সহযোগী কে আটক করেছে পুলিশ।
মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান গোপন সুত্রে খবর পেয়ে বোববার বিকালে উপজেলার জগদীশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মাধবপুর উপজেলার সীমান্তবর্তীবনগাও গ্রামের আব্দুর রহমান এর ছেলে সাবু মিয়া(৪৫) একতারপুর পুর গ্রামের নুর আহম্মদ এর ছেলে সোহেল মিয়া(৩৮) পুর্ব চারাভাঙগা গ্রামের আব্দুল হাসিম এর ছেলে শাহ আলাম (৩২) ।তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান ধৃত সাবু এক জন্ মাদক সম্রাট । সীমান্তবর্তী বাসিন্দা সাবু বিরুদ্ধে অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে। এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply