শেখ জাহান রনিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে জমিতে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে অভিমান্ন সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তিনি মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ মারা যান। বজ্রপাতে তার স্রী অনিতা শাঁওতাল আহত হয়েছেন। বুধবার বিকালে ন্যাশনাল টি কোম্পানীর মালিকানাধী মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের লেবামারা এলাকার বাসিন্দা অভিমান্ন সাঁওতাল ও তার স্রী অনিতা সাঁওতাল বুধবার চা বাগানে একটি জমিতে ধান রোপন করতে যান। বিকালে হঠাৎ ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় স্বামী ও স্রী বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন । বাগানের লোকজন তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিমান্ন কে রাতে মৃত ঘোষনা করেন।তার স্্রী অনিতা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। জগদীশপুর চা বাগানের আদিবাসী সাধন সাঁওতাল সত্যতা নিশ্চত করেছেন।
Leave a Reply