নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলায় ২য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করবেন আওয়ামীলীগের কেন্দীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব। করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের মাঝে ইতিমধ্যে ১০টন চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব। গত ৯ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত ১ম ধাপে ১০ টন চাল বিতরণ কর্মসূচী শেষ হয়েছে। চলতি সপ্তাহে আবারও ২য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আরিফুল হাই রাজীব জানান, আমার ছোটভাই ব্যারিস্টার ইমরানুল হাই সজীব ও মহৎপ্রান কিছু ব্যক্তির উদ্যোগে চলতি সপ্তাহ হতে ২০ মে পর্যন্ত চুনারুঘাটের ১০টি ইউনিয়নে আরও ১০ টন চাল, ২ টন ডাল ও ৩ টন আলু বিতরণ করা হবে। তিনি আরও জানান, কোভিড-১৯ এর সংক্রমণের হাত থেকে বাঁচতে সব শ্রেণী পেশার মানুষ ঘরবন্দী রয়েছেন। আর মধ্যে সংসারে খরচ চালাতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষগুলো। তাঁদের কথা ভেবে একটু খাদ্য সামগ্রী বিরতণের উদ্যোগ নিয়েছি। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করাই একমাত্র লক্ষ। সমাজের বিত্তবানদের প্রতি আহবান যার যার অবস্থান থেকে আপনার আশপাশের মানুষের পাশে দাঁড়ান। হয়তো আপনি আমার একটু সহযোগিতায় একটু পরিবারের মুখে হাসি ফুটবে।
Leave a Reply