শেখ জাহান রনি, মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা সংযোগে সিমনাছড়ার উপর ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ থাকায় নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরুতে অস্থায়ী ভাবে নির্মিত বিকল্প সেতু পাহাড়ি ঢলে ভেসে গেছে।
শনিরাব (২রা মে) রাতে উপজেলার উজানে ও বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হলে বিকল্প সেতু ভেঙ্গে তলিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সিমনাছড়ার উপর বিকল্প সড়ক-সেতু হিসাবে ইট আর মাটি ফেলে রাস্তা ও সেতু করা হয়েছিল। যা বর্ষার আগেই তলিয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, বিকল্প সেতুটি মজবুত ও টেকসই না করলে বর্ষা মৌসুমে নতুন ব্রীজ নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।
উল্লেখ্য যে, এই সড়ক দিয়ে প্রতিদিন ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এই ভোগান্তির জন্য এলাকাবাসী সিমনাছড়া ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে। তাই এলাকার সচেতনমহল পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে একটি সংযোগ সড়ক পুনরায় নির্মাণ করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করার জন্য উর্ধতনমহলের সুদৃষ্টি কামনা করছেন।
Leave a Reply