এফ এম খন্দকার মায়া : চুনারুঘাট উপজেলার পৌর শহর সদর জামে মসজিদে মুসল্লীর ঢল। সরকারি বিধিনিষেধ থাকা সত্বেও থামছে না মসজিদে আগমন মুসলমানদের।সরাসরি গিয়ে দেখা যায় আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজে অস্বাভাবিক ভাবে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লীগণ। ততক্ষনে চুনারুঘাট উপজেলা প্রশাসনের এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্টেড মিল্টন চন্দ্র পাল,থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ও সেনাবাহিনীর টহল প্রধান সাদি আহমেদ সহ পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে জন সাধারণকে শেষ বারের মত নিষেধ করে বলেন।আপনার নিজেকে,পরিবারকে ও দেশের সার্বভৌমত্বের জন্যে অবশ্যই আপনাদের কে সরকারি বিধিনিষেধ মেনে চলা আবশ্যক।এই সময়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুক, ইমাম ও মোয়াজ্জিন সহ প্রতিনিধিদের কে বলেন পুনরায় যেন এমন না হয়।এবং ১০/১২জনের অধিক মুসল্লী নিয়ে যেন নামাজ না পড়া হয়।এবং উক্ত ১০/১২জন মুসল্লীর নাম লিখে মসজিদ ফটকে ঝুলিয়ে রাখা ও অন্যদের কে প্রবেশ নিষেধ করা হয়। এ সময়ে ওসি শেখ নাজমুল হক চুনারুঘাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির জানা যে প্রত্যেক মসজিদে যে ১০,/১২জন মুসল্লী নিয়ে নামাজ আদায় করবেন।উক্ত মুসল্লীর লিষ্ট স্ব স্ব মসজিদ থেকে থানায় জমা দিয়ে যেতে।এসময়ে আরও উপস্থিত ছিলেন ব্যকসের সাধারণ সম্পাদক হাজী মাসুদ ও উপজেলা সেচ্ছাসেবী টিমের সমন্বয়ক ফুলমিয়া খন্দকার মায়া প্রমুখ।
Leave a Reply