শেখ জাহান রনি, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৯ এপ্রিল কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর বাজারে ১ টি মুদির দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে পণ্য বিক্রি করায় ও শাহজাহানপুর ইউনিয়ন নয়াহাটি বাজারে ২ টি মিষ্টির দোকান আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করেন।
এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ফার্মেসি ব্যতীত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply