নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিভৃত পল্লী গোলগাঁও গ্রামের ১০৪টি পরিবার বিদ্যুতে আলোকিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে আনুষ্ঠানিক বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে প্রায় দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান হয়। এর আগে এ পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগের জন্য বর্তমান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি থাকাকালে ২০১৫ সালে ডিও প্রদান করেন। এতে বিদ্যুৎ সংযোগের অনুমোদন আসে। কিন্তু নানা জটিলতায় এ বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকতা হচ্ছিল না। অবেশেষে জটিলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে গোলগাঁওয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর পুত্র জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিমন লস্কর এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। গোলগাঁঁও স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়ার সভাপতিত্বে ও ফয়সল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাটের এজিএম নুরুন নবী সিদ্দিকী, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির খন্দকার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লাহ। বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল ওয়াহাব, তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ ফজল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, মুরুব্বী আব্দুল মজিদ, আব্দুর রশিদ, সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া,বাহুবল উপজেলা কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান এনাম, যুবলীগ নেতা খোকন চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, ছাত্রলীগ নেতা তারেক জাকারিয়া, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আব্দুল হান্নান রিপন, মোঃ স্বপন মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুল আউয়াল, মাওঃ মনসুর আহমদ, ফয়জুল ইসলাম, মাওলানা মামুন মিয়া, হৃদয় আহমেদ প্রমুখ। এ সময় গ্রামের তৃণমূল লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রিমন লস্কর বলেন, তার পিতা নির্বাচিত হওয়ার পুর্বে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। সে সময়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্যুতের। বিদ্যুৎ দিতে পেরেছি বলে নিজের কাছে ভালো লাগছে। তিনি বলেন, গ্রামে গ্রামে পাকা রাস্তা হবে। তালিকা প্রেরণ করা হয়েছে। চিন্তার কারণ নেই। শুধু চাই দোয়া ও আপনাদের ভালবাসা।
Leave a Reply