বিবেক মানবতা আজ ধুলিসাৎ! নির্মম নিষ্ঠুরতায় ছুঁয়ে গেছে পুরো দেশ। রাষ্ট্র উন্নত থেকে মধ্য আয়ের দেশ পেরিয়ে, কিন্তু বেসরকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বা সরকারী অফিস পাড়া সর্বত্র আজ যেন অদৃশ্য হায়েনাদের কবলে। কি পরিনতি অপেক্ষা করছে আমাদের জন্য। কাউকে বলতে না পারলে ও নিজেকে চরম অসহায় মনে হয়। রাষ্ট্র পরিচালনায় সরকার নিবেদিত। উন্নত থেকে উন্নতর করতে বেমালুম অর্থ জোগান দিচ্ছে। কিন্তু উচ্চ শিক্ষিতদের বিবেক জাগ্রত যেন সীমিত। ঘুষ কেলেঙ্কারীর শিকল কৌশলী পর্যায়ে চলছে। নির্বিচারে মানুষের অধিকার হরণ হচ্ছে। সমাজ লোকচক্ষু ও ব্যাক্তি ইমেজ রক্ষায় অন্য দৃষ্টিতে। নতুন প্রজন্মকে ঘিরে কি পরিবেশ দরকার। আমরা কোথায় আছি। স্বাধীনতার ৪৮ বছরে আমাদের পৃথিবীর সমপর্যায়ে স্বাধীন দেশের বিবেকের পাল্লায় আছি কি? এ দায় কার ? দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িত শিক্ষিত ছাত্রদের বিরুদ্ধে লিখার মত ভাষা আমার জানা নেই।
ধিক্কার জানাই সুনামগঞ্জের ধিরাইয়ের ৫ বছরের শিশুকে বিভৎসভাবে গাছের সঙ্গে ছুরি দিয়ে পেরেক লাগিয়ে হত্যার । নিন্দা জানানোর মত ঘৃন্য বিবেকও আমাদের নেই।
মোঃ কামরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক প্রথমসেবা।
Leave a Reply