শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জ ভারত সীমান্তে বিজিবি টহল জোরদার

নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৮৫ বার পঠিত

আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা প্রকাশ হওয়ার পর বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ১০০ কিলোমিটার সীমান্তে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ সর্তকতা অবস্থানে রয়েছেন সীমান্তরক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহেদুর রশীদ জানান- আসামে নাগরিকদের নামের চুড়ান্ত তালিকা প্রকাশের পর হবিগঞ্জের সীমান্গুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জেলার সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও জনসচেতনতামুলক বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে চুনারুঘাট সীমান্ত ক্যাম্প কমান্ডার বলেন অনুপ্রবেশ ঠেকাতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। পুলিশ, আনসার ও ইউপি মেম্বারদের নিয়ে সীমান্তের গ্রামগুলোতে পাহারা বসানো হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা, বাল্লা, চিমটিবিল, গুইবিল ও সাতছড়ি ,মাধবপুর উপজেলায় ধর্মঘর, হরষপুর, বড়জ্বালা, হরিণখোলা, মনতলা, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া ভারত সীমান্ত রয়েে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com