নুর উদ্দিন সুমন ।। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হকের প্রচেষ্টায় ঘটনার ৭২ ঘন্টার মধ্যে দেউন্দি চা-বাগানের লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় আন্তঃজেলা ডাকাত দলের ৩সদস্য গ্রেফতার হয়। ৫ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ও এসআই হাবিব এবং বাহুবল উপজেলার কামাই ছড়া ফাড়ি পুলিশসহ কামাই ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তখন তাদের কাছ থেকে দেউন্দি চা-বাগান থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বেশ কিছু লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটক ডাকাত : চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের মৃত শেখ ময়না মিয়ার পুত্র শেখ শাহীন (৩২), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুর খান গ্রামের আব্দুল জাব্বারের পুত্র ইমরান হোসেন (২২) ও কমলগঞ্জ থানার চৈতন্যগঞ্জ গ্রামের মর্তুজ আলীর পুত্র ইয়াছিন ওরফে কালা বাবুল। পুলিশ জানায় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ২টি সোনার বালা, ১টি রুলি, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তারা সবাই ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও তাদের দেউন্দি চা বাগানের ডাকাতির ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেছে। ডাকাতদের মধ্যে কালা বাবুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আজ ৬ আগস্ট মঙ্গল বার দুপুরে ডাকাতদের জেলহাজতে প্রেরণ করা হয়। ওসি জানান, আসন্ন ঈদুল আযহা যাহাতে সুন্দর ভাবে উপজেলাবাসী উদযাপন করতে পারেন সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে, ডাকাতিসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট।
Leave a Reply