নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট সীমান্ত এলাকায় চোরা কারবারীদের হাতে বিজিবি সোর্স সুলতান আহমেদ(৬২) আহত হয়েছেন। তিনি উপজেলার মানিক ভান্ডার গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে। ৩ আগস্ট শনিবার দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে মানিক ভান্ডার কবরস্থানের কাছে চোরা কারবারীরা তাকে পিটিয়ে অর্থকড়ি লুটে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সুলতান এসব তথ্য নিশ্চিত করে জানায়, সে নালুয়ার ফাঁড়ি বাগান ডুলনায় নিরাপত্তা রক্ষির পেশায় কর্মরত। এর পাশাপাশি তিনি বিজিবি গুইবিল ক্যাম্পের সোর্স হিসেবে কাজ করেন। তার তথ্যে বহু চোরাই মাল উদ্ধার করেছে বিজিবি। এদিকে রুপন নামে আরেক সোর্স চোরাই মাল পাচারে চোরা কারবারীদেরকে সহযোগীতা করছে। এর প্রতিবাদ করায় সোর্স রুপনসহ চোরা কারবারীরা মিলে তাকে পিটিেিয় আহত করে অর্থকড়ি লুটে নেয়। এ ব্যাপারে বিজিবি গুইবিল ক্যাম্পে যোগাযোগ করা হলে সুলতানকে সোর্স হিসেবে স্বীকার করা হয়। কিন্তু মারামারির ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না।
Leave a Reply