স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ পৌর বাশঁ বাজার এলাকায় অজ্ঞান অবস্থায় এক কিশোরকে উদ্ধার করেছেন ওই এলাকার লোকজন। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনিয়ে নবীগঞ্জ শহরজুড়ে সাধারণ মানুষদের মধ্যে অতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, বানিয়াচং উপজেলার কুতুবকানি নুরুল ইসলামের পুত্র কিরন মিয়া ওপর নাম (মোচ্ছাব্বির) (১৫) বাহুবল উপজেলার হাফিজপুর মির্জাঠুলা গ্রাম থেকে শুক্রবার সকাল ৯ টায় সিএনজি যোগে মিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সারাদিন পার হয়ে গেলে ও কিরন মিরপুর বাজারে তার মামাতো ভাইয়ের দোকানে যায়নি। তবে সন্ধার দিকে তাকে নবীগঞ্জ পৌর বাশঁ বাজার এলাকায় পাওয়া গেলে পরিচয় জানার পর খবর দেওয়া হয় কিরনের পরিবারের লোকজনকে। খবর পেয়ে কিরনের বাড়ির লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদিকে নবীগঞ্জ পৌর বাশঁ বাজার অজ্ঞান কিশোর উদ্ধার করা হয়েছে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নবীগঞ্জ শহরজুড়ে সাধারণ মানুষদের মধ্যে নানা আলোচনা সমালোচনা ও আতঙ্ক দেখা দেয়। অজ্ঞান কিশোরকে দেখতে নবীগঞ্জে আশপাশের গ্রামের লোকজন হাসপাতালে ভীড় জমান। প্রত্যক্ষদর্শী এক বাশঁ বিক্রেতা জানান, সন্ধার দিকে হঠাৎ তারা দেখতে পান একটি সিএনজি থেকে ওই কিশোরকে ফেলে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়। এ সময় বাঁশ বিক্রেতারা অজ্ঞান কিশোরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জ্ঞান ফিরে ঘটনার বর্ণনা দেয় কিশোর কিরন। সে জানায়, মির্জাঠুলা বাজার থেকে সকাল ৯টায় মিরপুর বাজারের যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠে। পরে হঠাৎ করে কিভাবে কে বা কারা তাকে একটি রুমাল দিয়ে মুখ চেপে ধরা হয়। এরপর আর কিছু বলতে পারি না। জ্ঞান ফিরে দেখি নবীগঞ্জ হাসপাতালে ভর্তি আছি।
Leave a Reply