নিজস্ব প্রতিনিধি ॥ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে ২য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভা। মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে যোগ দেন মাধবপুুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ পৌরসবার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও একই দিন সকাল ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রাখার কর্মসূচিও সারা দেশের মতো পালন করছে এ পৌরসভাগুলো। প্রেসক্লাবের সামনে পালিত অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা সামছুসহ অন্যান্যরা। বক্তারা বলেন সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দানের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। নাগরিকদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত ময়লা-আবর্জনা অপসারন, রাস্তার বাতি, পানি সরবরাহসহ সকল সেবা প্রদান করার কাজে পৌরকর্মকর্তারা প্রতিদিনি ভোর হতে রাত পর্যন্ত দায়িত্ব পালন করলেও তাদের বেতন রাষ্ট্রীয় কোষাগার হতে হয় না। তারা বলেন পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি এটা অবিচার ও বৈষম্যমুলক আচরন। বক্তারা এ দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে অবিলম্বে তাদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবীর প্রতি আরো একাত্মতা প্রকাশ করেন পৌরকাউন্সিলর মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনকারী বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরকর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাসহ পেনশনের দাবী পুরন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন আন্দোলন চলবে। তারা আগামী ১৪ জুলাইয়ে ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার আহবান জানান। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, মৌলভীবাজ পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ প্রচার সম্মাদক আব্দুল গাফফার জনি, হবিগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, শায়েস্তগঞ্জ পৌরসভার সভাপতি মোঃ মাহবুব আলম পাটওয়রী, সাধারণ সম্পাদক মোঃ সিরজুল ইসলাম, মাধবপুর পৌরসভার সভাপতি বিনয় রঞ্জন রায়, সাধারণ সম্পাদক সনজিৎ কুমার বিশ্বাস, নবীগঞ্জ পৌরসভার সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক শেখ জালাল, আজমিরীগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম, চুনারুঘাট পৌরসভার সভাপতি কাজী মোঃ আবু ওবায়েদ ও সাধারণ সম্পাদক মোঃ তাহির আলীসহ জেলার ৬ টি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply