নিজস্ব প্রতিনিধি ॥বানিয়াচং উপজেলার সুবিদপুর, চুনারুঘাট সদর ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে বইছে উপ-নির্বাচনের হাওয়া। ইতিমধ্যে স্ব-স্ব ইউনিয়নের প্রার্থীরা সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রত্যেক প্রার্থীই তাদের নিজ নিজ এলাকায় চালিয়ে যাচ্ছেন কৌশলী প্রচারণা। তাই আগামী ২৫ জুলাই ভোট গ্রহনকে সামনে রেখে ওই ইউনিয়নগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন,
বানিয়াচং ঃ- উপজেলার সুবিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর ছোট ভাই হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি কাওছার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এসএম লুৎফুর রহমান কাশেম ও রোটারিয়ান সেকুল সর্দার।
চুনারুঘাট সদর ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রইছ উল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী রোমান, জেলা শ্রমিকলীগ নেতা কাউছার বাহার, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহ কুতুব উদ্দিন, আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক নুর উদ্দিন সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন ঃ- চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছু মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী আলহাজ¦ আতিকুর রহমান আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহামন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মোস্তাক আহমেদ হেলাল, অপু চৌধুরী, আব্দুল কুদ্দুস মাখন চকদার, জাতীয় পার্টি নেতা ফকির কাউছার, নেপাল চন্দ্র দাস। আগামী ৩০ জুন মনোনয়নপত্র দাখিল, ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৫ জুলাই বাতিল হওয়া প্রার্থীদের আপিল, ৮জুলাই আপিলের শুনানি, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১০ জুলাই প্রতিক বরাদ্দ এবং ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে।
Leave a Reply